বিজ্ঞাপন
বুধবার, মে ৭, ২০২৫
বুধবার, মে ৭, ২০২৫

সংঘাতে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের কারণে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

গত মাসে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার জের ধরে সংঘাতে জড়িয়ে পড়েছে প্রতিবেশী ভারত ও পাকিস্তান।

সংঘাতপূর্ণ অঞ্চলের ওপ​_র দিয়ে বিমান চলাচল এড়াতে বিমান সংস্থাগুলো কী করছে, তার একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো

দক্ষিণ কোরিয়া

কোরিয়ান এয়ার সিউল ইনচিওন থেকে দুবাইগামী তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করেছে। বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা দিয়ে পূর্ববর্তী রুটের পরিবর্তে মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে দক্ষিণ রুট ব্যবহার করছে।


কোরিয়ান এয়ারের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, আমরা বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য পর্যবেক্ষণ করছি।

তাইওয়ান

তাইওয়ানের চায়না এয়ারলাইন্স জানিয়েছে, বেশ কয়েকটি ফ্লাইট রুট পুনঃনির্ধারণ ও বাতিল করা হয়েছে।

তাইপে থেকে ফ্রাঙ্কফুর্ট এবং অ্যামস্টারডামগামী দুটি ফ্লাইট ব্যাংককে রুট পরিবর্তন করে ফিরে এসেছে। মঙ্গলবার ও বুধবার তাইপে থেকে প্রাগ, রোম ও লন্ডনগামী তিনটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

চায়না এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে ফ্লাইটের সময়সূচি বিন্যস্ত করবে।

ইভা এয়ার জানিয়েছে, তারা পরিস্থিতি বুঝে প্রভাবিত আকাশসীমা এড়াতে ইউরোপ থেকে আসা যাওয়া ফ্লাইটগুলো বিন্যস্ত করবে, যাতে ক্রু সদস্য ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েনা থেকে ব্যাংককগামী একটি ফ্লাইট অস্ট্রিয়ার রাজধানীতে ফিরে আসবে এবং তাইপে থেকে মিলানগামী একটি ফ্লাইট জ্বালানি নেয়ার জন্য ভিয়েনায় থামবে এবং পরে ইতালির ​ওই শহরে যাবে।

রাশিয়া

রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লট জানিয়েছে, মস্কো থেকে ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং সেশেলসগামী তাদের সমস্ত ফ্লাইটের রুট পরিবর্তন করা হবে।

সিঙ্গাপুর

সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তাদের ফ্লাইটগুলোর রুট পরিবর্তন করা হয়েছে।

মালয়েশিয়া

মালয়েশিয়া এয়ারলাইন্স কুয়ালালামপুর থেকে লন্ডন হিথ্রো ও প্যারিস চার্লস ডি গল বিমানবন্দরগামী দুটি ফ্লাইটের রুট পরিবর্তন করেছে। এ দুটি ফ্লাইট তাদের যাত্রাপথে দোহায় থেমেছিল।

ক্যারিয়ারটি ৯ মে পর্যন্ত ভারতের অমৃতসর থেকে আসা যাওয়া সমস্ত ফ্লাইট স্থগিত করেছে।

থাইল্যান্ড

থাই এয়ারওয়েজ জানিয়েছে, তারা পাকিস্তানের আকাশসীমা এড়াতে বুধবার ভোর ৫ টা থেকে ইউরোপ এবং দক্ষিণ এশিয়ার গন্তব্যগুলোতে ফ্লাইট পরিবর্তন করছে।

ইউরোপের বিভিন্ন শহরগামী অন্তত আটটি ফ্লাইট প্রভাবিত হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, বুধবার ব্যাংকক থেকে ইসলামাবাদে একটি ফিরতি ফ্লাইট বাতিল করা হয়েছে।

শ্রীলঙ্কা

শ্রীলঙ্কান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের ফ্লাইটগুলো প্রভাবিত হয়নি এবং পাকিস্তানের লাহোর ও করাচিতে তাদের চারটি সাপ্তাহিক ফ্লাইটের কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More