ভারতের দক্ষিণাঞ্চলে একাধিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। কাদা ও ধ্বংসস্তূপের মধ্যেই তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতের ফলে কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় চা বাগান ও আশেপাশের গ্রামগুলোতে একাধিক ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আইজাজ জানান, কেরালা রাজ্যের ওয়ানাড় জেলায় পাহাড়ি এলাকায় মঙ্গলবার ভোরে ভূমিধস হয়। বাড়িঘরের পাশাপাশি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে।
আইজাজ আরও বলেন, কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজনকে বের করে আনতে ৩০০ জনেরও বেশি উদ্ধারকর্মী কাজ করছে। রাতভর ১২ জনেরও বেশি লাশ উদ্ধার করা হয়েছে। তবে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় এবং ভূমিধস অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।
এর আগে মঙ্গলবার হতাহতের সংখ্যা উল্লেখ করে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান, শতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া তিন হাজারেরও বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ধ্বংসস্তূপের নিচে কতজন আটকে রয়েছেন তা স্পষ্ট করে বলতে পারেননি মুখ্যমন্ত্রী।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, হতাহতদের বেশিরভাগই চা বাগানের শ্রমিক।
আল/ দীপ্ত সংবাদ