শুক্রবার, মে ৯, ২০২৫
শুক্রবার, মে ৯, ২০২৫

ভারতীয় লেখক সমরেশ মজুমদার বাংলাদেশেও ভীষণ জনপ্রিয়

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতীয় লেখক হলেও, সমরেশ মজুমদার বাংলাদেশের পাঠকদের কাছে ভীষণ জনপ্রিয়। তাঁর উত্তরাধিকার‘, ‘কালবেলা‘, ‘কালপুরুষ‘, ‘সাতকাহন‘-এর মতো উপন্যাসগুলোর বিভিন্ন চরিত্র, এই দেশের পাঠকের স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে আছে। শহরকেন্দ্রিক জীবনযাপনের নানামাত্রিক গল্প বারবার উঠে এসেছে তাঁর লেখায়। সাহিত্যের মধ্যেই সমরেশ মজুমদারকে খুঁজে পাবেন বলে জানিয়েছেন, পাঠকরা।

লেখকেরা সাধারণত নেপথ্যের মানুষ। আড়ালে থেকেই মানুষের মনের ক্ষুধামেটান। পাঠকদের ভালবাসায় তাদের অনেকেই পান তারকাখ্যাতি। এমই একজন সমরেশ মজুমদার।

গুণী এই লেখকের জন্ম ১৯৪২ সালের ১০ মার্চ, ভারতের পশ্চিমবঙ্গে। শৈশব কেটেছে ডুয়ার্সের চা–বাগানে, জলপাইগুড়িতে। এই চা–বাগানের জীবন, শ্রমিক, রাজনৈতিক নেতা থেকে ছোট ছোট চরিত্র ঘুরেফিরে এসেছে তাঁর অসংখ্য লেখায়। তবে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের পটভূমিতে লেখা তাঁর ত্রয়ী উপন্যাস উত্তরাধিকার‘, ‘কালবেলা‘, ‘কালপুরুষবাংলার ঋদ্ধ পাঠকের কাছে তাঁকে দ্রুত পৌঁছে দিয়েছে। আর সাতকাহন, তেরো পার্বণ, উনিশবিশ, টাকা পয়সা, গর্ভধারিণীর মতো উপন্যাস তাঁকে সাধারণের কাছের মানুষ বানিয়েছে।

২০১৮ সালে সমরেশ মজুমদারকে বঙ্গবিভূষণসম্মাননা প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার। এছাড়া সাহিত্য অকাদেমি অ্যাওয়ার্ড ও আনন্দ পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। কিন্তু সবচেয়ে বেশি পেয়েছেন মানুষের ভালোবাসা।

মৃত্যু কী সহজ, কী নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়এমনই উপলব্ধি ছিল তাঁর। সোমবার (৮ মে) ৮১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান, ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত লেখক সমরেশ মজুমদার।

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More