আফশিন ইসমায়েল ঘাদেরজাহ। দেখতে শিশুর মতো হলেও, ইরানের এই নাগরিকের বয়স ২০ বছর। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে তার নাম ঘোষণার পর বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পাচ্ছেন ২ ফুটের আফসিন।
বিশ্বের সবচেয়ে খাটো মানুষের খেতাব পেয়েছেন ইরানের আফশিন ইসমায়েল ঘাদেরজাহ । গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি পাওয়া আফসিনের উচ্চতা ২ ফুট ১ ইঞ্চির একটু বেশি।
তিনি বলেন ” অন্যরকম অনুভূতি। সুস্থভাবে বেচে থাকাই আমার প্রধান লক্ষ্য।”
ইরানি বংশোদ্ভূত হলেও ২০ বছর বয়সি আফসিনের জন্ম এবং বেরে ওঠা আজারবাইজানের বুকান কাউন্টিতে। জন্মের সময় তিনি এতটাই ছোট ছিলেন যে হাতের তালুর ওপর তাকে রাখা যেত বলে জানান তার বাবা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্মকর্তা, আল ওয়ালিদ অসমান বলনে ” সবচেয়ে খাটো মানুষের তালিকায় অনেকেই নাম দিয়েছিলেন। কিন্তু আফসিন এদের মধ্যে সবচেয়ে কম উচ্চতার অধিকারী। তাই আজ আমরা তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করছি।”
উচ্চতার সঙ্গে ওজনও কম আফশিন ঘেদারজাদেহর। মাত্র ৬ কেজি ওজনের আফসিনের শারীরিক নানা সমস্যার কারণে সার্বক্ষনিক পর্যবেক্ষনে থাকতে হয়। নিয়মিত ফিজিওথেরাপি ছাড়াও খাওয়া দাওয়ায় আছে নিষেধাজ্ঞা। তবে ইরানের এই তরুণ রেকর্ড বুকে নাম লেখাতে বাধাবিপত্তি পেড়িয়ে উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।