২০২৩ বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। বিপিএলের ফাইনালে দর্শকদের জন্য থাকছে জমকালো আয়োজন। চমক হিসেবে থাকছে বাংলা ব্যান্ড সংগীতের অন্যতম তারকা ফারুক মাহফুজ আনাম জেমস।
সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজন বলেন, ‘চেষ্টা করা হচ্ছে জেমস, ওয়ারফেজ এবং মাকসুদ ভাইকে আনার। প্রাথমিকভাবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা আশা করছি উনারাই পারফর্ম করবেন।’ এছাড়া বাইরের কেউ থাকছে কি না জানতে চাইলে সুজন বলেন, ‘এটা এই মুহূর্তে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। স্পেশালি বর্তমান সার্বিক প্রেক্ষাপটে এটা আমাদের কাছে একটা অপশন মনে হচ্ছে না। আমরা চাচ্ছি আমাদের যারা এবার জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী রয়েছেন তাদের পারফরম্যান্সটাই চাচ্ছি।’
এছাড়া ফাইনালে আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে জানিয়ে সুজন বলেন, ‘আতশবাজির সঙ্গে থাকছে বিম শো। শুরু হবে ৩.৩০ থেকে। ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ হবে কনসার্ট। পুরস্কার বিতরণের পর হবে বিম শো।’
প্রথম কোয়ালিফায়ারে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে এরমধ্যেই বিপিএলের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সিলেট। এই ম্যাচের জয়ী দল প্রতিপক্ষ হবে কুমিল্লার।
আল/দীপ্ত