অর্থনৈতিক মন্দায় বিক্ষোভ চলছে ইউরোপের বেশ কয়েকটি দেশে।
সোমবার (২৯ জানুয়ারি) ফ্রান্সের প্যারিসে অবরোধে নামে কৃষকরা। শত শত ট্রাক্টর দিয়ে বিভিন্ন শহরের প্রধান সড়ক অবরোধ করে তারা।
আয় কমে যাওয়ায় দেশজুড়ে একই ধরনের বিক্ষোভ হচ্ছে। বেলজিয়াম এবং জার্মানিতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হামবুর্গের বন্দর এলাকায় যাওয়ার পথ বন্ধ করে দেয় কৃষকরা।
ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, প্যারিসসহ অন্যান্য বড় শহরে ট্রাক্টর যাতে প্রবেশ করতে না পারে সে জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনী মোতায়ন করা হয়েছে। ইউক্রেন–রাশিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের চলমান সংকটে অর্থনৈতিক মন্দায় রয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।
আরও পড়ুন: জাতিসংঘের ফিলিস্তিনি সংস্থার জন্য অর্থায়ন বন্ধ করল যেসব দেশ
এসএ/দীপ্ত নিউজ