বিএনপির সমর্থন করায় স্বামীকে তালাকের নোটিশ দিয়েছেন রহিমা বেগম (৪৩) নামের এক নারী।
গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে রহিমা বেগম সাভার মডেল থানায় বিএনপি সমর্থিত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আসেন। সঙ্গে নিয়ে আসেন ঢাকা জেলা পুলিশ সুপারের সুপারিশপত্র।
পুলিশ সুপারের একটি সুপারিশপত্র নিয়ে খালি পায়ে থানায় প্রবেশ করেন রহিমা বেগম (৪৩) নামে এক নারী। তার অভিযোগ স্বামী ফরহাদ মিয়ার বিরুদ্ধে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ, নেশার টাকা না পেয়ে স্বামী প্রায়ই মারধর করেন। এছাড়া তিনি আওয়ামী লীগকে সমর্থন করলেও স্বামী করেন বিএনপি। তাই স্বামীকে তালাকের উকিল নোটিশ দিয়েছেন।
ভুক্তভোগী মোছা. রহিমা বেগম বলেন, ‘আমার স্বামী ফরহাদ বিএনপির মিছিলে যায়। তার লাইগা আমি তারে ডিভোর্স দিলাম। আমি একজন আওয়ামী লীগের সন্তান। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, আওয়ামী লীগ করত। আমি এই কারণে তাকে ডিভোর্স দিয়ে দিলাম। তার সাথে আমি সংসার করব না। বিএনপির মিছিলে যাইতে মানা করছি দেখে এমন অত্যাচার করছে। খালি বিএনপি, বিএনপি করে।’
রহিমা নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে বলেন, আমি একজন আওয়ামী লীগ সমর্থিত নারী। একাধিকবার স্বামীকে বুঝিয়েও কোনো কাজ হয়নি, উল্টো নির্যাতন করে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
এ বিষয়ে সাভার মডেল থানার ডিউটি অফিসার সিকদার হারুন অর রশিদ বলেন, রহিমার স্বামী বিএনপি সমর্থিত একজন কর্মী, সেই সঙ্গে মাদক সেবন করে। তিনি থানায় এসে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এলাকাটি সাভার-ট্যানারি এলাকায় হওয়ায় সেখানকার পুলিশ ফাঁড়ি ইনচার্জকে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আল আমিন/ দীপ্ত সংবাদ