বায়ুদূষণের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। পরিবেশবিদরা বলছেন, বর্তমানে ইট ভাটার চেয়ে ফিটনেসবিহীন যানবাহন এবং অধিক নির্মাণ কাজের প্রভাবই এর জন্য দায়ী। ভয়াবহ এই দূষণ থেকে রক্ষা পেতে, মাস্কের ব্যবহার বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের।
বায়ুদূষণের তালিকায় বিশ্বের ১০৭টি শহর মধ্যে, ঢাকার অবস্থান সবচেয়ে খারাপ। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স– আইকিউএয়ারের সোমবারের সকালের সূচক থেকে জানা যায়, ঢাকার বায়ুর মানের স্কোর ১৯৪। এটি অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে আছে ভারতের দিল্লি। ওই শহরে বায়ুর মানের স্কোর ১৭৮। আর ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের সাংহাই।
ঢাকায় চলতি বছরের জানুয়ারি মাসে, সবচেয়ে বেশিদিন দূষিত বাতাসের মধ্যে কাটিয়েছে নগরবাসী। ওই মাসে ৯ দিন রাজধানীর বায়ুর মান ছিল গত সাত বছরের মধ্যে সবচেয়ে খারাপ।
নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি– এই ৪ মাস ঢাকার বাতাস বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে সবচেয়ে খারাপ থাকে বায়ুর মান।
এরইমধ্যে গাড়ির কালো ধোঁয়া নিয়ন্ত্রণ এবং বড় বড় নির্মাণ কাজের দূষণের বিরুদ্ধে অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটি।
আল / দীপ্ত সংবাদ