মাত্র ৮ মাসে বাংলাদেশ ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া দাবি ভুয়া হিসেবে শনাক্ত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
আবার, অন্য একটি দাবিতে বলা হচ্ছে বাংলাদেশ আগে এই র্যাঙ্কিংয়ে ৪০তম ছিল, ৮ মাসে ৭ ধাপ পিছিয়ে এখন ৪৭তম হয়েছে। প্রকৃতপক্ষে এই দুটো দাবিই ভুয়া।
মঙ্গলবার (৮ এপ্রিল) ফেসবুকে নিজেদের ভ্যারিফায়েড পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রিউমর স্ক্যানার বলেছে, মূলত দাবিগুলোর সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ইউএস নিউজ (US NEWS) নামের একটি ওয়েবসাইটের নাম। ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি যারা সংবাদের পাশাপাশি গেল কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে।
রিউমর স্ক্যানার অনুসন্ধানে যাচাই করে দেখেছে, আজ যে র্যাঙ্কিং নিয়ে আলোচনা হচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৮৯টি দেশের মধ্যে সামগ্রিকভাবে বাংলাদেশের অবস্থান ৭১তম। এছাড়া দেশের বিভিন্ন ক্যাটাগরিভিত্তিক র্যাঙ্কিংও আছে। যেমন, ক্ষমতা বা পাওয়ারের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান দেখাচ্ছে ৪৭তম।
এই তালিকাটি আজই বা এ বছর প্রকাশ হয়নি। তালিকাটি প্রকাশিত হয়েছে ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। মূলত জরিপের তথ্য ব্যবহার করে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। এই র্যাঙ্কিংয়ের জরিপ হয়েছে ২০২৪ সালের ২২ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত।
অর্থাৎ, সর্বশেষ যে র্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে রয়েছে তা বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া জরিপের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল।
রিউমর স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের বিভিন্ন সময়ের আর্কাইভ বিশ্লেষণ করে দেখেছে, সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে এবং এ সংক্রান্ত জরিপ হয় সে বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে।
উল্লেখ্য, ২০২৫ সালের র্যাঙ্কিং এখনও প্রকাশই করেনি ইউএস নিউজ। রেওয়াজ অনুযায়ী তা চলতি বছর সেপ্টেম্বরে প্রকাশিত হবে।
এসএ