বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১ মার্চ) দুপুরে বিজিবি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমাদের সীমান্ত কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে। এখানে কোনো সমস্যা নাই। তবে বাংলাদেশ–মিয়ানমার বর্ডার দখল করে আছে আরাকান আর্মি। ভবিষ্যতে এটা কার হবে? মিয়ানমার নাকি আরাকান আর্মির তা বলা মুশকিল। সেজন্য বিজিবি উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ রক্ষা করে চলছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিগত কয়েক বছরে মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্পর্শকাতরতা বেড়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে একটি ব্যাটালিয়ন স্থাপন সময়ের দাবি ছিল। এরই পরিপ্রেক্ষিতে সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার, উখিয়ায় বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হলো।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেবে সরকার। ৬৪ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে আরও ৪টি ব্যাটালিয়ন যুক্ত হলো। এতে বিজিবি সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেলো। আমরা চেষ্টা করছি আরও বাড়ানোর জন্য।
সীমান্ত নিরাপত্তার কথা যখন আপনি বলছেন তখন ব্রাহ্মণবাড়িয়া কসবা‘য় বিএসএফ গুলিতে বাংলাদেশের মৃত্যুর ঘটনা ঘটেছে আপনি এ ব্যাপারে কী বলবেন? জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত হত্যা বন্ধের ব্যাপারে কিছুদিন আগে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু সীমান্ত হত্যার মতো ঘটনা ঘটে যাচ্ছে। এটা কমানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এটা পুরোপুরি আমাদের হাতে নাই কারণ অস্ত্রটা তো তারা ব্যবহার করছে।
এসএ