বাংলাদেশ চীনের কোনো ধরনের ঋণের ফাঁদে নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, বাংলাদেশে চীনের কোনো ঋণের ফাঁদ নেই আর সেটি তিনি গ্যারান্টি দিয়েই বলতে পারেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বুধবার এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে চীনের রাষ্ট্রদূত একথা বলেন। চীন থেকে নেওয়া ঋণের ফাঁদে পড়বে বাংলাদেশ— বিশেষজ্ঞদের এমন নানামুখী আলোচনার মধ্যে চীনা রাষ্ট্রদূতের তরফে এ বক্তব্য এলো। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লি জিমিং বলেন, ‘আমি পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে অন্য দেশের ঋণের ফাঁদ নিয়ে আলোচনা করেছি। কিন্তু এখানে (বাংলাদেশ) চীনের কোনো ঋণের ফাঁদ নেই। আর সেটি আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি।’
রোহিঙ্গা ইস্যুতে চীনা রষ্ট্রদূত বলেন, এ সমস্যা সমাধানে চীন গভীরভাবে চেষ্টা করছে। নীরবে কাজ করে চলেছে বেইজিং। রাখাইন রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাবাসন শুরু হতে পারে। তবে সেজন্য আরও অপেক্ষা করতে হবে।
লি জিমিং আরও বলেন, চীনের উইঘুরে মুসলিমদের ওপর কোনো নির্যাতন করা হয় না। এটা পশ্চিমা মিডিয়ার প্রচারণা বলেও দাবি করেন তিনি।