ভারত–বাংলাদেশ মৈত্রী উৎসবে দুই বাংলার বিশিষ্ট ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়। মঙ্গলবার (৬ জুন) ডা: মৌ ভট্টাচার্যের সঞ্চালনায় কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রবীন্দ্র মঞ্চে এ উৎসব অনুষ্ঠিত হয়।
এতে যোগ চিকিৎসায় “মহাত্মা গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার ২০২৩” লাভ করেছেন বাংলাদেশ থেকে জয়সান ইয়োগার প্রতিষ্ঠাতা, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় এর যোগ শিক্ষক, সাওল হার্ট সেন্টারের যোগ চিকিৎসক, মাই কেয়ার প্যালিয়েটিভি এন্ড জেরিয়াট্রিক সেন্টারের যোগ চিকিৎসক, যোগ ভারতী পুরস্কারপ্রাপ্ত কুশল রায় জয়।
তিনি ভারত থেকে যোগ চিকিৎসা বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। যোগ চিকিৎসা, সঙ্গীত চিকিৎসা, আয়ুর্বেদ সহ প্রাচীন বিভিন্ন চিকিৎসা পদ্ধতির সমন্বয়ে সহজ থেকে জটিল রোগের চিকিৎসা করছেন কুশল রায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নুপুর কাজী, অধ্যাপক ডাক্তার এন সি বাড়ৈ, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও সমাজসেবী ইন্দ্রানী গাঙ্গুলী এবং বিশিষ্ট ব্যক্তি চিত্তরঞ্জন সাহা সহ আরো অনেকে।
কুশল রায়ের এই নিরলস ভাবে যোগ চিকিৎসার কাজকে সাধুবাদ জানিয়েছেন এপার বাংলা এবং ওপার বাংলায় গুণীজনেরা।
এই উৎসবের আয়োজন করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট, সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল কাউন্সিল এবং ইন্টারন্যাশনাল নন কমিউনাল কাউন্সিল।
অনুষ্ঠানে দুই বাংলার শিল্পীরা সংগীত, নৃত্য ও নাটক পরিবেশনা করেন।
আফ/দীপ্ত নিউজ