জুন মাসের মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা পাবে বাংলাদেশ। সোমবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফররত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এ কথা জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে বসন্তকালীন বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এ ছাড়া আইএমএফের সঙ্গেও বৈঠক করেছে প্রতিনিধি দলটি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এপ্রিলে এমনিতেই ভিড় লেগে থাকে পর্যটকদের। চেরী ফুল ফোটার এ সময়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের বসন্তকালীন বৈঠক উপলক্ষে সেই ভিড় রীতিমতো উৎসবে রূপ নেয়।
গভর্নরের আশা, শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন বাংলাদেশের ভোক্তারা। গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।
করোনা মহামারির পর রাশিয়া–ইউক্রেন যুদ্ধ। নাজুক এক পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে বিশ্ব। দেশে দেশে চলছে অর্থনৈতিক মন্দা। এমন অবস্থায় বসন্তকালীন এ বৈঠকের উদ্বোধনী পর্বের আলোচনায় পৃথিবীতে মানবতা বাঁচাতে ওয়ার্ল্ড ব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এবং আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশ্বনেতাদের বিবেক জাগ্রত করার আহ্বান জানান।
যূথী/দীপ্ত সংবাদ