বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামের মালিক হলেন অ্যারেনা সাবালেঙ্কা। আর বিশ্ব টেনিস পেলো নতুন এক রাণীকে। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে, ইলেনা রিবাকিনাকে হারিয়ে প্রথমবারের মত কোনো গ্র্যান্ডস্ল্যাম জয় করলেন সাবালেঙ্কা।
২৪ বছর বয়সী অ্যারেনা যখন কোর্টে শুয়ে আনন্দাশ্রু ঝরাচ্ছেন, ম্যাচ টাইমার বলছে লড়াইটা ছিলো ২ ঘন্টা ২৮ মিনিটের। দীর্ঘ এ টেনিস যুদ্ধে শেষ হাসি হেসেছেন বেলারুশের এই টেনিস তারকা। গত বছরের উইম্বলডনজয়ী ইলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ সেটে হারিয়ে, মেলবোর্নে আকাশী কোর্টের নতুন রাণীর মুকুট পড়েছেন তিনি।
তবে শুরুটা ছিলো রুশ বংশোদ্ভূত কাজাখ টেনিস তারকা, ইলেনা রিবাকিনার। কৌশল আর দারুণ নিপুণতায় প্রথম সেট নিজের করে নেন ২৩ বছরের এই তরুণী। দ্বিতীয় সেট পরাজয়ের পর, লড়ে গেছেন তৃতীয় সেটের শেষ মিনিট পর্যন্ত। টানা চার ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন সাবালেঙ্কা।