বগুড়ায় তাল ডাটার আঁশের তৈরি নানা পণ্য রপ্তানি হচ্ছে বিভিন্ন দেশে। কাহালু উপজেলার প্রায় তিনশো পরিবার এই পণ্য তৈরির সাথে সম্পৃক্ত।
মাঝারি বয়সের তালগাছ থেকে পাতার ডাটা সংগ্রহ করা হয়। পরে হাতুড়ি দিয়ে থেঁতলানোর পর সংগৃহীত আঁশ রোদে শুকানো হয়। যা দিয়ে বুনানো হয় বিভিন্ন নকশার নানা পণ্যসামগ্রী। সৌখিন এসব পণ্য সুন্দর ও পরিবেশবান্ধব।
কারিগররা জানান, সংসারের কাজের ফাঁকে তাল ডাটার আঁশ দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করেন তারা। গ্রামীণ নারীদের হাতে তৈরি এসব সামগ্রী রপ্তানি হচ্ছে- জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, পোল্যান্ড, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশে।
তাল ডাটার আঁশের তৈরি তৈজসপত্র বিক্রিতে সহযোগিতা করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন-বিসিক। এই কুটির শিল্প কারিগরদের অভিযোগ, পরিশ্রমের বিপরীতে ন্যায্য মজুরি পান না তারা।