আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার মহিপাল হাইওয়ে থানা অংশে শব্দ দূষণ প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে এ দিবস উপলক্ষে ভ্রাম্যমান আদালতে গণপরিবহনে অবৈধভাবে হাইড্রোলিক হর্ন বাজিয়ে শব্দ দূষণের অপরাধে চার জনকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা ও ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিক, এসময় উপস্থিত ছিলেন ফেনী পরিবেশ অধিদপ্তরের উপ–পরিচালক শওকত আরা কলি, মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় ৪ টি মামলায় ৪ জন চালককে ৩৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
দিবসটি পালন উপলক্ষে এর আগে জেলা প্রশাসনের আয়োজন ও পরিবেশ অধিদপ্তরের সহযোগিতা শহরে শোভাযাত্রা, মানববন্ধন কর্মসূচি পালন ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ–উল হাসান।
সভায় বক্তারা শব্দ দূষণের ক্ষতির বিভিন্ন দিক সমূহ তুলে ধরেন এবং শব্দ দূষণে সচেতনতা বাড়ানো ওপর গুরুত্ব আরোপ করেন। এ বিষয়ে চালকদের হাইড্রোলিক হর্ন বাজানোসহ সচেতনতা বাড়ানো বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানান।
এমি/দীপ্ত