ফেনী শহরের পুলিশ লাইন সংলগ্ন মৌলভী ইব্রাহীম সড়ক সম্মুখস্ত স্থানে একটি দোকানে ভ্যাট চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন কাস্টমস এক্সাইজ কর্মকর্তারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দোকান মালিকের ভাই ইমাম হোসেনকে গ্রেফতার করে। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের রাস্তারখিল এলাকার আবদুল গফুরের ছেলে। এ ঘটনায় ফেনী সদর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম বাদি হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাস্টমসের বিভাগীয় কর্মকর্তা ও ডেপুটি কমিশনার বাবুল ইকবালের নেতৃত্বে আমিন ব্রাদার্স এ্যালুমিনিয়াম ফ্যাক্টরী নামে দোকানে অভিযান চালানো হয়। এসময় রাজস্ব কর্মকর্তা মো. শাহনুর আলম, উপ–পরিদর্শক মো. রুবেল মিয়া, আবুল কাশেম, গাড়ী চালক সাহাব উদ্দিন অভিযানে অংশ নেন।
ভ্যাট অফিসের ভাষ্যমতে, দোকানের ভ্যাটের চালান, দাখিলপত্র, ক্রয়–বিক্রয়ের রেজিষ্টার দেখাতে বলা হলে ইমাম হোসেন অস্বীকৃতি জানান। তিনি অশালীনভাবে গালমন্দ করে শোর–চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে উপ–পরিদর্শক রুবেল মিয়া ও গাড়ী চালক সাহাব উদ্দিনকে মারধর করে। তাদের বাঁচাতে এগিয়ে এসে ফজলে আজমও হামলার শিকার হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী এ ঘটনায় মামলা দায়ের ও দোকান মালিকের ভাইকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ মামুন/ আল / দীপ্ত সংবাদ