ফেনীতে ভারতীয় চোরাইকৃত ৫০৮ পিস শাড়ি, ৫৮ পিস থ্রি–পিস ও ৬৮৭২ টি চশমা সহ দুইজনকে আটক র্যাব–৭ সদস্যরা। শুক্রবার (১৯ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌর শহরের স্টেশন রোডের পোস্ট অফিসের সামনে অস্থায়ী ক্যাম্প বসিয়ে ব্যাপক গাড়ি তল্লাশির পর সন্দেহজনক মিনি পিকআপকে সিগনাল দিলে পিকআপটি পালিয়ে যাওয়ার সময় ধরতে সক্ষম হয় র্যাব–৭ সদস্যরা।
এসময় ছাগলনাইয়া উপজেলার মধ্য মটুয়া গ্রামের তারেক (২৫) ও একই উপজেলার উত্তর মটুয়া গ্রামের মো. বাবলু (২৭) নামের দুই কারবারিকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে ১৩টি বস্তা ভেতর থেকে শাড়ি, থ্রি–পিস ও চশমা উদ্ধার এবং পিকআপটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালের আনুমানিক মূল্য ২৮ লাখ ১৫ হাজার টাকা।
ফেনীস্থ র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, চোরাইমাল, পিক–আপসহ আসামীদ্বয়কে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আল/দীপ্ত সংবাদ