বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪
বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

delowar.hossain

২১ ডিসেম্বর, ২০২২ রোজ বুধবার সকাল ১১ টায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কনফারেন্স হল এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও ইংরেজি বিভাগের যৌথ উদ্যোগে আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিওনা বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক জিএম কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক মোঃ হাবিবুল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), ইউনিভার্সিটি রেজিস্ট্রার মোঃ রুহুল আমিন, অফিস অব দ্যা স্টুডেন্ট এফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেসের হেড মঞ্জুরুল হক খান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগন, শিক্ষক- শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য যে ইংরেজী ভাষার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ৭ ডিসেম্বর ২০২২ তারিখে ঢাকা শহরের ত্রিশটি কলেজ নিয়ে একটি আন্তঃকলেজ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতার বিষয় ছিলঃ “ইংলিশ ল্যাঙ্গুয়েজঃ গ্রামার এন্ড ভোকাবুলারি স্কিলস”। উক্ত কুইজ প্রতিযোগিতায় দল ভিত্তিক প্রথম স্থান অধিকার করেছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীঃ তাসিন রায়হান ত্রিমা, উম্মে ফাতেমা রায়া এবং নৌশিন আনজুম মজুমদার। দল ভিত্তিক ২য় স্থান অধিকার করেছিল মাইলস্টোন কলেজের শিক্ষার্থীঃ তাসনোভা জান্নাত, ফৌজিয়া তানজিম এবং আফরিদা হোসাইন । ৩য় স্থান অধিকার করেছিল সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীঃ আজরাফ মাহি, বিসমিহা আরহাম এবং হাবিবা হাসান রাফিয়া। উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দল ভিত্তিক শিক্ষার্থীদের হাতে চেক, ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।
অনুষ্ঠানে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের কনভেনার শাহনাজ আক্তারের স্বাগত বক্তব্যের পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফটস্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করান প্রধান অতিথি জিএম কামরুল হাসান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে আয়োজকবৃন্দের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.