আসামী ও বাবার নাম ভিন্ন হওয়ার পরও ক্যান্সার আক্রান্ত এক কলেজ শিক্ষককে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১০ মে) তাকে সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল–৩ এর কাঠগোড়ায় উপস্থাপন করা হলে ওই শিক্ষকের বক্তব্য ও উপস্থাপিত কাগজপত্র দেখে আগামী ২১ মে পুলিশ সুপারের মাধ্যমে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বিচারক বিশ্বনাথ মণ্ডল।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ মালেকুজ্জামান (৩৮)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাঁছি গ্রামের আব্দুল মাজেদ সরদারের ছেলে ও সাতক্ষীরা সদরের ভালুকা চাঁদপুর ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক।
এদিকে গ্রেপ্তারকৃত মালেকুজ্জামানের স্বজনদের কাছে মালেকুজ্জামান সম্পর্কে ১০ মে সকালে এক ধরণের প্রত্যয়ন ও ৩০ মিনিট পর পুলিশের চাওয়া মতে ভিন্ন প্রত্যয়ন দেওয়ার ঘটনায় কলারোয়ার কেঁড়াগাছি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন হাবিলের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।
মামলার বিবরনে জানা যায়, ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরার কলারোয়া থানা বিএনপি কার্যালয়ের সামনে তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় কলারোয়া গ্রামের যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোসলেমউদ্দিন বাদি হয়ে কেঁড়াগাছি গ্রামের বাবলুর রহমানের ছেলে আব্দুল মালেকসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আগামী ২১ মে প্রতিবেদন দাখিলের জন্য সাতক্ষীরা পুলিশ সুপারের মাধ্যমে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট বিচারক বিশ্বনাথ মণ্ডল। কারাগারে থাকা আসামী মালেকুজ্জামান এর উপস্থিতিতে ওই দিন শুনানী হবে।
রঘুনাথ খাঁ/এফএম/দীপ্ত নিউজ