বাংলাদেশের ইতিহাসে জেলা পর্যায়ে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে প্রথম বারের মতন ২০ দিনের নবজাতকের মাথায় সফলভাবে ব্রেনের অক্সিপিটাল মেনিনগোসিল (মাথার পেছনের অংশের টিউমার) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। যার ওজন ছিল ২.৫ কেজি।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের নিউরো সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহম্মদ জাহিদ রায়হানের নেতৃত্বে ১০ সদস্যের মেডিক্যাল টিম ২ ঘন্টার চেষ্টায় এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইন্টার্ন ডাক্তার। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের দহকুলা গ্রামের ভ্যানচালক বসির ও রেবেকা দম্পতির ঘরে কুষ্টিয়ার একটি বেসরকারি হাসপাতালে (১৯ মার্চ) তারিখে তৃতীয় সন্তানের জন্ম হয়। গর্ভ থেকেই শিশুটি ব্রেনের অক্সিপিটাল মেনিনগোসিল (মাথার পেছনের অংশের টিউমার) নামক টিউমারে আক্রান্ত ছিল।
ভ্যানচালক পিতা বসির শিশুটিকে ৯ তারিখ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানকার চিকিৎসকরা প্রথমে শিশুটির চিকিৎসা দিতে অপারগতা জানান। কিন্তু ভ্যান চালক পিতার অর্থনৈতিক দুরবস্থা দেখে ডা. মোহম্মদ জাহিদ রায়হান ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করতে রাজি হন। কারন এধরনের অপারেশন করতে হাইকেয়ার অপারেশন থিয়েটার এবং অন্যাণ্য আনুসাঙ্গিক সুযোগসুবিধা লাগে, যা বাংলাদেশের কোন জেলা পর্যায়ের হাসপাতালে বিদ্যমান নেই।
এই ধরনের চিকিৎসা করতে যেকোন বিশেষায়িত বেসরকারি হাসপাতালে ২.৫ –৩ লক্ষ টাকা খরচ হয় । কিন্তু কুষ্টিয়া হাসপাতালে এই শিশুটির অপারেশন করতে মাত্র ১৮০০–২০০০ টাকা খরচ হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
যূথী/দীপ্ত সংবাদ