রোহিত শর্মাকে বাদ দিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্ট দল ঘোষণা করেছে ভারত। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন চেতেশ্বর পূজারা। রোহিতের বদলি হিসেবে অভিমন্যু ঈশ্বরনকে দলে নেয়া হয়েছে। তবে প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। রোহিত শুধু প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও, মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন। তাদের বদলে জায়গা পেয়েছেন নভদীপ সাইনি এবং সৌরভ কুমার।
বাংলাদেশের বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে একদিনের সিরিজ। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। যদিও সেই ্মযাচে নামার আগেই বড়সড় ধাক্কা ভারতীয় শিবিরে। আগামী ১৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারবেন না রোহিত শর্মা। আঙুলে চোট সারিয়ে সুস্থ হয়ে উঠতে এখনও কয়েকটা দিন সময় লাগবে তাঁর। সেইসঙ্গে রোহিত শর্মাকে নিয়ে এই মুহূর্তে বিশেষ ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে মহম্মদ সামি এবং রবীন্দ্র জাদেজা আগেই ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন। এদিন তাদেরও পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। নভদীপ সাইনি এবং সৌরভ কুমার ডাক পেয়েছেন এই টেস্ট সিরিজে।