২৮ অক্টোবরের সহিংসতায় সাংবাদিকদের ওপর নির্যাতন অমানবিক। পুলিশ হত্যা ও সাংবাদিকদের ওপর আক্রমণকারীদের শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলন যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
নৌকা মার্কায় ভোট চেয়ে সরকার প্রধান বলেন, বাংলাদেশে উন্নয়ন করা যায়, আমরা তা প্রমাণ করেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবাও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন দাবিতে আন্দোলন তো আমরাও করেছি। কিন্তু গত ২৮ অক্টোবর বিএনপি যেটা করেছে তা অত্যন্ত দুঃখজনক। তারা (বিএনপি) শান্তিপূর্ণ কর্মসূচি করবে কথা দিয়েছিল, কিন্তু কথা রাখেনি। ওখানে আমাদের কেউ ছিল না। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা শুধু শৃঙ্খলা রক্ষার কথা বলেছি। অথচ, সেখানে সাংবাদিক ও পুলিশ হামলার শিকার হয়েছে। অনেকের মোটরসাইকেল ভেঙে পুড়িয়ে দিয়েছে, পিটিয়ে আহত করেছে। তারা মানুষের কল্যাণ চায় না।
আন্তর্জাতিক সংস্থাগুলোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সংগঠনগুলো সামান্য কিছু হলেই বিবৃতি দেয়। এখন তারা কোথায়? আমাদের দেশের সুশীল বাবুরা কোথায়? শুধু আওয়ামী লীগে কিছু হলেই বড় করে দেখায়? মানবাধিকার সংগঠনগুলো চুপ কেন? এদের বিবেক বলে কিছু নেই? আওয়ামী লীগের পান থেকে চুন খসলেই তাদের কণ্ঠে অনেক জোর দেখা যায়। এখন বিড়ালের মতো মিউ মিউ করলেও তো দেখতাম। তাও তো দেখা যাচ্ছে না।
সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের আবাসন, দশম ওয়েজবোর্ড গঠন ও কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ