এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩৮.৪ ওভারে সব কয়টি উইকেট হারায় মাত্র ১৯৩ রানে। ১৯৪ রানের মামুলি টার্গেটে ব্যাট করছে পাকিস্তান।
লাহোরের প্রচণ্ড গরমে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপের মুখে ধুঁকতে থাকে বাংলাদেশের টপ অর্ডার। লিটন–নাঈমরা কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করে রান তুলতে চাইলেও, পাওয়ার–প্লেতেই ৪ উইকেট তুলতে সক্ষম হয় পাকিস্তানের পেসাররা। আগেরদিন সেঞ্চুরী করা মিরাজ ফেরেন ১ বল খেলে শূন্য রানে। আবারও ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়, ৯ বলে করেছেন মাত্র ২ রান।
ইনিংসের ৯.১ ওভারেই ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ দল যখন বিপদে, তখন হাল ধরেন দুই অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। দুজন মিলে মাঝের ওভারে ১২০ বলে ১০০ রান যোগ করেন। ফিফটি করেন দুজনই। সাকিবই ছিলেন দুজনের মধ্যে কিছুটা দ্রুত, তাঁর ৫৭ বলে ৫৩ রানের ইনিংসে ৭টি চার।
তবে দলীয় ১৪৭ রানে ২৯.১ ওভারে ফাহিমের শর্ট বলে তুলে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তোলেন বাংলাদেশ অধিনায়ক। এরপর শামীম হোসেনও ইনিংস বড় করতে পারেননি। আউট হয়ে যান ১টি ছক্কায় ২৩ বলে ১৬ রান করে। ইনিংস বড় করতে পারেনি মুশফিকুর রহিমও, ৮৭ বল খেলে ৫টি চারে ৬৪ রান করেন মুশফিক।
টাইগাররা শেষ ৬ উইকেট হারায় মাত্র ৪৬ রানে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন রউফ, নাসিমের শিকার ৩ উইকেট এবং ১টি করে উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি, ফাহিম আশরাফ ও ইফতিখার আহমেদ।
ইমাম/দীপ্ত নিউজ