গত কয়েক মাস ধরে ইতিহাসের সবথেকে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছে পাকিস্তান। পাকিস্তানের এই অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য ৭০ কোটি ডলার ঋণ সহায়তা দিচ্ছে চীন সরকার। বেইজিং থেকে পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংকে এ ঋণের অর্থ যোগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসলামাবাদ। খবর রয়টার্সের।
সম্প্রতি চরম অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছে পাকিস্তান। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশটির সাধারণ জনগণের। বিশেষ করে গত বছর মারাত্মক বন্যায় পাকিস্তানের অবস্থা আরও বেহাল করে দিয়েছে।
গত সপ্তাহে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। প্রতিনিয়ত দেশটির মুদ্রা রুপির মান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে নিত্যনতুন রেকর্ড গড়ছে। গত অর্ধশত বছরের মধ্যে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে দেশটি।
ঋণ দেয়ার জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল পাকিস্তানের সামনে কড়া শর্ত দিয়েছে। যা পূরণ করা প্রায় অসম্ভব বলে মনে করছে ইসলামাবাদ। কারণ তাদের বৈদেশিক মুদ্রার ভান্ডারও একেবারে তলানিতে।
এ অবস্থায় পাকিস্তানের পাশে দাঁড়াল চীন। ভয়াবহ এই পরিস্থিতি থেকে উত্তরণে চীনের সহায়তা কতটা কাজে দেবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আফ/দীপ্ত সংবাদ