পরিবেশবান্ধব কৌশলে নিরাপদ ফসল উৎপাদন করে লাভবান হচ্ছেন রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের কৃষকেরা। সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা বা আইপিএম মডেলে ব্যয় কমার পাশাপাশি ফলন বেড়েছে। রক্ষা পাচ্ছে পরিবেশের ভারসাম্য।
সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে দেশের ২০টি উপজেলার ২০টি ইউনিয়ন বেছে নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এরমধ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের পাঁচশো জন কৃষককে রাসায়নিক সার কিংবা কিটনাশক ছাড়া ফসল উৎপাদনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকেরা চলতি রবি মৌসুমে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, শসা ও বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, নতুন পদ্ধতিতে এবছর মাটিকাটা ইউনিয়নের প্রায় ৪১ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে সারাদেশে বিষমুক্ত সবজি চাষে কৃষককে আগ্রহী করে তোলা হচ্ছে।