খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে দ্রুতগামী ট্রেন ‘জাহানাবাদ এক্সপ্রেস‘।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় খুলনা রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ‘জাহানাবাদ এক্সপ্রেস‘। পৌনে চার ঘণ্টায় ট্রেনটি পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে ৯টা ৪৫ নাগাদ।
খুলনা রেলস্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) মো. আশিক আহমেদ বলেন, সকাল ৬টায় জাহানাবাদ ট্রেনটি খুলনা রেলস্টেশন ছেড়ে গেল। সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রথমদিন খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনের সিট রয়েছে ৭৬৮টি। এই ট্রেনে ১১টি যাত্রীবাহী কোচ এবং একটি লাগেজ ভ্যান রয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, এই ট্রেন ঢাকা–খুলনা রুটে ‘জাহানাবাদ এক্সপ্রেস’ নামে এবং ঢাকা–বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ নামে নতুন রেলপথ দিয়ে চলাচল করবে। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার।
জাহানাবাদ এক্সপ্রেসের চালক আব্দুল হাকিম বলেন, ‘এই রেল সার্ভিস চালুর ফলে আগের থেকে ২১২ কিলোমিটার দূরুত্ব কমবে। এতে ভ্রমণ সময় অনেকটা কমে যাচ্ছে।’
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন জানান, বিদেশ থেকে ট্রেনের নতুন ইঞ্জিন ও বগি আনা হচ্ছে। ৬ মাস পর এই রুটে নতুন আরও ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
এসএ