নিম্নচাপের প্রভাবে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুদফা জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে সমুদ্রের ঢেউয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। এছাড়া নিম্নচাপের প্রভাবে আজও কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বিক্ষুব্ধ রয়েছে। বড় বড় ঢেউ আছড়ে পরছে তীরে।
সরেজিমেন ঘুরে দেখা যায়, সৈকতের ঝাউ বাগান সংলগ্ন জাতীয় উদ্যান ও বেড়িবাঁধ থেকে সৈকতে প্রবেশের সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। জাতীয় উদ্যান সংলগ্ন হোসেনপাড়া এলাকার সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে ওই গ্রামে পানি প্রবেশ করেছে।
এ দিকে ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। এছাড়া দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থানের অব্যাহত বালুক্ষয়ে মাটির স্তর বেড়িয়ে এসেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে মসজিদ, মন্দির ও ট্যুরিষ্ট পুলিশ বক্সসহ অসংখ্য স্থাপনা। এদিকে দুদফা জোয়ারে প্লাবিত হয়েছে জেলার বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল। ভাঙা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। তবে মৎস্যখাতে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে; সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম বলেন, সৈকতের বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। আমরা আজকেই জিও টিউব দিয়ে প্রটেকশনের ব্যবস্থা করব। এছাড়া ভাঙন রোধে একটি স্থায়ী প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
ইমরান হোসেন/এজে/দীপ্ত সংবাদ