নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেলো লিভারপুল। এর আগে টানা ১৭ ম্যাচ ধরেই নিউক্যাসলের জয়রথ চলছিল। নিউক্যাসলের মাঠে আগের ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রাখার মিশনেই নেমেছিল ইয়ুর্গেন ক্লপ। টানা দুই ম্যাচের জয়ে সালাহরা যেন সেই ছন্দকে দীর্ঘায়িত করার ইঙ্গিত দিয়ে রাখল।
নিউক্যাসলের মাঠে ম্যাচের ১০ ও ১৭ মিনিটে দুই গোলে এগিয়ে যায় লিভারপুল। টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকা নিউক্যাসলের বিপদ আরো বাড়ায় ২২ মিনিটে গোলরক্ষক নিক পোপের লাল কার্ড। এদিকে, দিনের অন্যম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যান সিটি। ২৪ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেলো সিটিজেনরা। কারণ আগেই বড় জয়ে ২৩ ম্যাচে ৫৪ পযেন্ট নিয়ে শীর্ষে উঠে যায় আর্সেনাল।
বিরতি আগেই দুই গোল হজম ও গোলরক্ষককে হারানোর ধাক্কা বেশ নাড়া দিয়েছিল নিউক্যাসলকে। তবে সেটি সামলে তারা লিভারপুলের রক্ষণে চাপ বাড়াতে থাকে। ৩১তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা; কিন্তু অ্যালান সাঁ-মাক্সিমাঁর শট এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান এলিসন। বিরতির পরও চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই।
এর মাধ্যমে লিগে দ্বিতীয় হারের স্বাদ পেল নিউক্যাসল। এর আগে চলতি মৌসুমে টানা ১৭ ম্যাচ অপরাজিত ছিল তারা।
এফএস/দীপ্ত