রবিবার, এপ্রিল ২০, ২০২৫
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নারী-পুরুষের বৈষম্য দূর হতে ৩০০ বছর লাগবে: জাতিসংঘ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

লিঙ্গ বৈষম্য সম্পূর্ণ দূর হয়ে নারী ও পুরুষের মাঝে সমতার জন্য মানব সভ্যতাকে আরও প্রায় ৩০০ বছর অপেক্ষা করতে হবে। আন্তর্জাতিক নারী দিবসের আগে সোমবার (৬ মার্চ) এক বক্তব্যে এ কথা জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি আরও জানান, নারীর অধিকার নিয়ে বিশ্বব্যাপী কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না, নারী-পুরুষের সমতা অর্জনে এখনও বহু পথ বাকি। মাতৃমৃত্যু, বাল্যবিবাহ, মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়াসহ নারীদের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশ্বের অধিকাংশ দেশে বৈষম্য দূর করার প্রচেষ্টা চলমান থাকলেও চলমান বিভিন্ন ইস্যু বারবার সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আফগানিস্তানে নারী ও মেয়েদের জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে। কিছু দেশে স্কুলে যাওয়া মেয়েরা অপহরণ ও হামলার ঝুঁকিতে রয়েছে’।

বর্তমানে নারী ও পুরুষ্যের মধ্যকার বৈষম্যের চিত্র আরও স্পষ্ট করতে একটি পরিসংখ্যানও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। বলা হয়েছে, ২০২২ সালের শেষ দিকে বিশ্বজুড়ে চরম দারিদ্রের শিকার হতে যাচ্ছেন ৩৮ কোটি ৩০ লাখ নারী, যাদের দৈনিক উপার্জন হবে ১ দশমিক ৯ ডলারের চেয়েও কম। পুরুষদের ক্ষেত্রে এই সংখ্যা ৩৬ কোটি ৮০ লাখ।

এছাড়া ২০২১ সালে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন ৪ কোটি ৪০ লাখ নারী ও মেয়ে এবং ১২ লাখেরও বেশি মেয়ে বাল্য বিবাহের শিকার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ।

আল/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More