নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর শেরপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে অন্তত সাতজন আহত হয়। রবিবার (২৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এদের মধ্যে গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে উপজেলার সালামপুর শেরপাড়া গ্রামের আমিরুল ইসলাম ও কাশেম সরকারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার রাতে আমিরুল ইসলাম কয়েকজনকে নিয়ে জমি দখল নিতে যায়। এ সময় প্রতিপক্ষ কাশেমের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়।
আরও জানা যায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত আমিরুল ইসলাম, জাহাঙ্গীর, জিয়া সহ ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়াররুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আফ/দীপ্ত সংবাদ