শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

নগরের রেষ্টুরেন্টগুলো অগ্নিবোমা ডিপোতে পরিণত হয়েছে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রেস্টুরেন্টের ভিতরে ধূমপানের স্থান তৈরি হয়েছে যা নগরের রেষ্টুরেন্টগুলোকে অগ্নিবোমার ডিপোতে পরিণত হয়েছে বলে দাবি করছে রিবেশ বাঁচাও আন্দোলন (পবা)

সোমবার (৩ মার্চ) কার্যকরী সভাপতি ডা. লেলিন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস রিলিজে এমনটি উল্লেখ করা হয়।

পবা বেইলি রোডের মর্মান্তিক দুঘর্টনায় গভীরভাবে শোকহত এবং সকল অগ্নিনির্বাপন কর্মী, ডিএমপির সদস্য, ঢাকা মেডিক্যাল বার্ণ ইউনিটির সদস্যসহ অন্য যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষকে সেবা দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছে।

দীর্ঘদিন ধরে নগরে বিভিন্ন অগ্নি দুর্ঘটনা প্রতিরোধের জন্য সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে পবা।

পবা মনে করে এ জাতীয় দুর্ঘটনা প্রতিরোধে রাজউক, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগ গ্রহণ করা জরুরি। অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন (২০০৩) ও অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ বিধিমালা (২০১৪) অনুসারে রেষ্টুরেন্টসহ অন্যান্য প্রতিষ্ঠানসমুহকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর হতে অনুমোদন নেয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এর অন্যথা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রেস রিলিজে পবার পক্ষ হতে সিটি কর্পোরেশন, রাজউক, ফায়ার সার্ভিসসহ সংশ্লিস্ট প্রতিষ্ঠানসমুহকে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইনের প্রয়োগ নিশ্চিত করতে ৬ মাসের একটি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ পরিকল্পনার আওতায় প্রথমেই যেসব প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে কাজ করছে তাদের চিহ্নিত করতে হবে। আইনভঙ্গকারী প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে সরকারের পক্ষ থেকে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস)-এ অভিযোগ দিতে উৎসাহিত করতে হবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More