দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি‘ অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে তথ্য অধিদপ্তর স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
সিইসি বলেন, “এ অ্যাপের মাধ্যমে নির্বাচনের দিন দুই ঘণ্টা পরপর ভোটের সঠিক তথ্য সম্পর্কে জনগণ জানতে পারবে। জনগণের কাছে নির্বাচন নিয়ে যেন বিশ্বাসযোগ্যতা তৈরি হয় ও আস্থার ঘাটতি না ঘটে, সেজন্য নির্বাচন কমিশন এ অ্যাপ তৈরি করেছে।“
তিনি আরও বলেন, ‘এই অ্যাপ চালু করার উদ্দেশ্য হচ্ছে, ভোটকেন্দ্রে কোনো রকম অনিয়ম বা কারচুপি হচ্ছে কি না, তা জানা‘।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) এক প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছে, অ্যাপের মাধ্যমে ভোটের দিন প্রতি দুই ঘণ্টার ব্যবধানে প্রদত্ত ভোটের শতকরা হার জানার জন্য এবং একই সঙ্গে সাধারণ নাগরিক পর্যায়ে ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল ও আসনভিত্তিক ফলাফলসহ নানা ধরণের তথ্য প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের সাহায্যে একজন ভোটার তার এনআইডি ও জন্ম তারিখ ইনপুট করে নিজ ভোটকেন্দ্রের অবস্থান, ছবি, ম্যাপ, দূরত্ব সম্পর্কে জানতে পারবেন।
স্মার্ট মোবাইল ফোনে ডাউনলোড ও ইন্সটল করার জন্য স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি গুগল প্লে স্টোর (অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য) এবং অ্যাপ স্টোরে (আইফোনের জন্য) পাওয়া যাচ্ছে।
এসএ/দীপ্ত নিউজ