দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। রাজধানীতে দিনে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। রাজধানীর বাইরে এই সংখ্যাটা প্রায় দ্বিগুণ। সব শ্রেণী–পেশার মানুষ ডেঙ্গু আক্রান্ত হলেও চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোও বিপাকে পড়েছে লাগামহীন ডেঙ্গু রোগী সামলাতে।
এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী হ্রদয়। ডেঙ্গু রোগে আক্রান্ত হন গতমাসের ২৭ তারিখে। তিনদিন পর ভর্তি হন হাসপাতালে। অসুস্থতার কারনে দিতে পারছেন না প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা।
দেশের অন্যান্য হাসপাতালের মত রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালেও শয্যার চেয়ে ডেঙ্গু রোগী বেশি।
ডেঙ্গুর চিকিৎসাকে তিন ভাগে পরিচালনা করছেন চিকিৎসকরা। জ্বর হলে পরীক্ষা–নিরীক্ষা করে বাসায় থাকার পরামর্শ দেয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তির পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তিনি জানান, জনগণ সচেতন না হলে ডেঙ্গু রোগ মহামারী রুপ ধারণ করতে পারে।
আল/দীপ্ত সংবাদ