নানা জরাজীর্নতার মধ্যে থাকা দেশের টেনিসকে সমৃদ্ধ করতে চান ফেডারেশনের নতুন সভাপতি নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ভবিষ্যতের তারকা খেলোয়াড় তৈরিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছেন তিনি।
১৯৭২ সালে প্রতিষ্ঠিত টেনিস ফেডারেশন, সবশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে ২০১১ সালে, ডেভিস কাপে। আর টেনিসে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য ১৯৯৫ সালে মাদ্রাজ এসএ গেমসে ব্রোঞ্জ জয়।
ধুঁকতে থাকা টেনিসকে আরো তলানিতে নামিয়েছে ফেডারেশন কর্মকর্তাদের অন্তর্দ্বন্দ্ব। ১৩ বছর ধরে চলেছে অ্যাডহক কমিটি দিয়ে।
তবে টেনিস ফেডারেশনের রূপের পরিবর্তন হয়েছে। নতুনত্বের ছোঁয়া লেগেছে কোর্টে।
পাকিস্তান টেনিস কোচ খালেদ মেহমুদ “৩২ বছর পর বাংলাদেশে এসেছি। প্রথমবার এসেছিলাম খেলোয়াড় হিসেবে। টেনিস ফেডারেশন আগের চেয়ে ভালো কাজ করছে। তবে কর্মকাণ্ড আরো বাড়াতে হবে।”
খেলোয়াড়েরা বলছেন, ফেডাারেশন আগের চেয়ে এখন বেশি প্রাণচঞ্চল। টেনিস খেলোয়াড় খুঁজতে স্কুল পর্যায়ের প্রতিযোগিতা আবারো চালু করার চিন্তা করছে ফেডাারেশন। ভবিষ্যতের টেনিস তারকা তৈরির দীর্ঘ মেয়াদী পরিকল্পনার সঠিক বাস্তবায়ন চান তিনি।