বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণে শীর্ষ শহরগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালেও শহরটির বায়ুর মান ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুসারে, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার একিউআই স্কোর ছিল ২৫৩, যা বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে এটিকে শীর্ষে রেখেছে। একই সময়ে কিরগিজস্তানের রাজধানী বিশকেক ২৪৪ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। তৃতীয় স্থানে ছিল ইরাকের বাগদাদ (২৩৬ স্কোর), চতুর্থ স্থানে ভারতের দিল্লি (২১৮ স্কোর) এবং পঞ্চম স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (২১২ স্কোর)।
বায়ুদূষণের মাত্রা পরিমাপের জন্য এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ব্যবহৃত হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০–এর মধ্যে থাকলে সেটিকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ অবস্থায় শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। এছাড়া ৩০১–এর ওপরে গেলে একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয়ায় ঢাকার বাতাসের মান ক্রমশ খারাপ হচ্ছে। নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, কলকারখানার দূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ ঢাকার বাতাসকে আরও ভারী করে তুলছে। অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।