মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

‘দুর্গা উৎসব নিয়ে কোন ভয় নেই, তবে সতর্ক থাকুন’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, ‘শারদীয় দুর্গা উৎসব নিয়ে কোন ভয় বা শঙ্কা নেই। আপনারা নির্বিঘ্নে পূজা করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোন প্রকার গুজবে কান দেবেন না। তবে চোখ কান খোলা রেখে সর্বদা সতর্ক থাকুন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের পাশে আছে। সার্বক্ষণিক সেবা দিয়ে যাবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাথে সোমবার (২ অক্টোবর) বিকেলে পুলিশ লাইন ড্রিল শেডে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল ও সাধারণ সম্পাদক অনিল নাথ, আনসার ভিডিপির উপপরিচালক আবু সুফিয়ান।

ফেনী জেলা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, মো. শাহাদাত হোসেন, সদর সার্কেল থোয়াই অং প্রু মারমা সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মন্দিরের দায়িত্বপ্রাপ্তরা।

সভায় জানানো হয়, ফেনীতে মোট ১৪৭টি পূজা মন্ডপে এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে ফেনী সদর উপজেলায় ৪৬টি, ফেনী পৌরসভায় ১২টি, সোনাগাজী উপজেলায় ২৩টি, দাগনভূঞা উপজেলায় ১৯টি, ফুলগাজী উপজেলায় ৩৫টি, ছাগলনাইয়া উপজেলার ৫টি, পরশুরাম উপজেলায় ৭টি। ইতোমধ্যে ফেনী জেলা পূজা উদযাপন পরিষদ প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন সহ ২৭টি নির্দেশনা দিয়েছে। নির্দেশনা গুলো মেনে সুশৃংখলভাবে পূজা সম্পূর্ণ করতে পূজা মন্ডপ নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুসেন চন্দ্র শীল বলেন, পূজা মন্ডপে এবং প্রতিমায় আঘাত আসলে ছেড়ে দেয়া হবে না। চোর ধর্মের কাহিনী শোনে না। মসজিদেও চুরি হয়। অতএব অপরাধীর কোন ধর্মীয় পরিচয় হয় না। অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে। নিজেদের প্রতিমা ও মন্ডপ নিজেরাই রক্ষা করতে হবে। সর্বদা সতর্ক থাকতে হবে।

এসময় তিনি আরো বলেন, ফেনী২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী পূজামন্ডপে যে উপহার দেন তা বিরল। দেশের অন্য কোথাও এমন হয় বলে আমার জানা নেই।

 

 

আবদুল্লাহ আল-মামুন/ আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More