বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে “রবীন্দ্র – নজরুল ও বৈশাখ” শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (৮ জুন) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী এবং বাংলা নববর্ষ–১৪৩১ উদযাপন উপলক্ষ্যে এ আয়োজন করা হয়।
কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের সভাপতিত্বে ও সঞ্চালিত অনুষ্ঠানে আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী শিল্পীবৃন্দগণ এতে গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন।
এসময় কনসাল জেনারেল বি এম জামাল হোসেন বলেন, “বাংলা সাহিত্যের দুই দিকপাল– বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমরা স্মরণ করছি এই অনুষ্ঠানের মাধ্যমে। সেইসাথে বঙ্গাব্দ–১৪৩১, নতুন বর্ষবরণ, বৈশাখের আগমন উপলক্ষ্যে এই দুই কবির বিভিন্ন গান ও কবিতা পরিবেশনের মাধ্যমে অত্যন্ত আনন্দময় এবং নতুন প্রজন্মের জন্য শিক্ষনীয় একটি অনুষ্ঠান আয়োজন করা হলো।”
শেষে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য পান্তা–ইলিশ এবং অন্যান্য বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।
মাহাবুব/ সুপ্তি/ দীপ্ত সংবাদ