ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে একটি বিশেষ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সংলাপের আয়োজন করে ইউনিভার্সিটি এডুকেটরস ফোরাম।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন।
এডুকেটরস ফোরামের সমন্বয়ক ও বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, “বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশের মেধাবী শিক্ষার্থীরা এখানে স্বপ্ন পূরণের আশায় পড়াশোনা করতে আসে। তাদের এই স্বপ্নগুলো পূরণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের এ সম্পর্ক উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “শিক্ষক-শিক্ষার্থীদের সম্পর্ক উন্নয়ন, হলের আবাসন সংকট নিরসন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে। আমরা আশাবাদী, শিগগিরই এর সুফল পাওয়া যাবে।”
সংলাপে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতির উন্নয়ন, শিক্ষক নিয়োগে মানদণ্ড বজায় রাখা এবং শিক্ষকদের থেকে আরও অভিভাবকসুলভ আচরণ আশা করা সহ ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।