সবসময় কেবল অনুশীলন নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে সাফল্যের জন্য খেলা, বিশ্রাম আর অনুশীলনের ভারসাম্য প্রয়োজন। এমনটাই মনে করেন বিপিএলের দলগুলোর খেলোয়াড়-কর্মকর্তারা। চট্টগ্রাম পর্ব শেষে, ঢাকার দ্বিতীয় পর্বের আগে এমনটাই জানিয়েছেন তারা। আজ থেকে আবারো মাঠে গড়াবে বিপিএল।
প্রথম থেকে দলের সাথে ছিলেন না পাকিস্তানের মারকুটে ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠে নামার পর শুরুতে ছন্দ পাননি। তবে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে, ঢাকার বিপক্ষে ৫৫ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন রিজওয়ান। ম্যাচের পরিস্থিতি আর দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট করতে পারাটাই তার কাছে সাফল্য। এই ব্যাটারের মতে, টি-টোয়েন্টিতে মাঝের ওভারগুলোতে কেবল স্ট্রাইক রেট ভালো হলেই জেতা সম্ভব নয়।
অনেকটা একই মত, ফরচুন বরিশালের কোচ মিজনুর রহমান বাবুলের। চট্টগাম পর্বে অনুশীলনে তেমন একটা ছিলেন না সাকিব আল আল হাসান। তবে পরপর দুই ম্যাচে তার মারকুটে ব্যাটিং, সব প্রশ্ন উড়িয়ে দিয়েছে। কোচ মনে করেন, অনুশীলন নয়, ব্যস্ত ক্রিকেট সুচীর ফাঁকে ক্রিকেটারদের বিশ্রামটাই বেশি জরুরি।
তবে শুধু ব্যক্তিগত সাফল্য দিয়ে যে দলকে শিরোপা জেতানো যায় না, তা মানেন এই দুইজনই। তার জন্য ঐক্য আর ক্রিকেটারদের বোঝাপড়া দরকার বলে মনে করেন তারা।