এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। একাদশে ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে নেমেছে বাংলাদেশ দল। অভিষেক হয়েছে তানজিদ হাসান তামিম। ইনিংস বড় করতে পারেনি নাঈম শেখ ধনঞ্জয়া ডি সিলভার বলে ক্যাচ দিয়ে আউট হয় ২৩ বলে ১৬ রান করে।
তবে অভিষেকটা ভালো হয়নি তরুণ ওপেনারের। ইনিংসের দ্বিতীয় ওভারেই লঙ্কান স্পিনার মাহেশ থিকাশানার বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে, ব্যক্তিগত শূন্য রানে সাঝঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে এক উইকেট হারিয়ে ১৬ রান।
এদিকে একাদশে রাখা হয়নি পেসার হাসান মাহমুদকে। তার পরিবর্তে একাদশে খেলছেন আরেক পেসার শরীফুল ইসলাম। দুই বছর পর ওয়ানডে দলে খেলছেন স্পিনার মাহেদী হাসান।
বাংলাদেশ একাদশ-
মোহাম্মদ নাইম (নাইম শেখ), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শেখ মাহদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ-
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আশালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা এবং মাথিসা পাথিরানা।
ইমাম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ