রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
রবিবার, অক্টোবর ১৯, ২০২৫

জামালপুরে হিজড়াদের বার্ষিক সমাবেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জামালপুরে হিজড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১২অক্টোবর) শহরের উন্নয়ন সংঘের চাইল্ড সিটিত উন্নয়ন সংঘের আয়োজনে বিএসআরএম এর আর্থিক সহায়তায় হিজড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের আওতায় হিজড়াদের দিনব্যপী বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় এক আলোচনা সভায় উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সংস্থাটির নির্বাহী পরিষদের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান,অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.ছোহরাব হোসেন, ডাঃ রোখশাত শহরীন রুথী, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপক বেলাল হোসেন, হিজড়া প্রতিনিধি তমাসহ অন্যান্যরা।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শফিউর রহমান বলেন,বর্তমান সরকার অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মতো হিজড়া বা তৃতীয়লীঙ্গের জনগোষ্ঠীকে উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করতে সবধরণের কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় তাদের উন্নয়ন,পুনর্বাসন এবং সার্বিক কল্যাণে কাজ করছে স্থানীয় প্রশাসন। সকলের ঐক্যবদ্ধ সমন্বিত উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখার সুযোগ আছে।

এছাড়াও বক্তারা জানান, হিজড়াদের বড় একটি অংশ আত্মনির্ভরশীল হয়ে উঠছে।
তারারএখন ভিক্ষাবৃত্তি ছেড়ে উদ্যোক্তা হচ্ছে। সামাজিক ভাবে মর্যাদা বৃদ্ধিতে সমাজের মুলধারার সাথে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

হিজড়া উদ্যোক্তা মুন্নি আক্তার বলেন, এখন আমরা নিজেরা উদ্যোক্তা। আমরা মেধা এবং শক্তি খাটিয়ে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তবে সরকারের কাছে আবেদন থাকবে আমাদের স্থায়ী ভাবে কর্মের ব্যবস্থা করে দেওয়ার।
আমরা বিভিন্ন এনজিওদের সাথে কাজ করছি আমাদের আত্মসামাজিক উন্নয়ন ঘটছে সেই সাথে আমরা সমাজের মূল স্রোতের সাথে মিশে যাচ্ছি। ভিক্ষাবৃত্তি অসম্মানের জনক পেশা সেই জায়গা থেকে আমরা ফিরে এসেছি।

হিজড়াদের দিন ব্যাপী বার্ষিক সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা নাচ গানে অংশগ্রহনে আনন্দ উল্লাস করেন। পরে তাদের গ্রুপ ভিত্তিক বাৎসরিক কর্মপরিকল্পনা তৈরি করে।


তানভীর/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More