ফেব্রুয়ারিতে দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জেমি সিডন্স। কিন্তু দ্বিতীয় মেয়াদের দায়িত্বও বেশি দিন পালন করতে পারলেন না। গত কয়েক সিরিজ ধরেই ব্যাটিং কোচ হিসেবে তার ভূমিকা খুব একটা ছিল না। অবশেষে সিডন্স নিজেই জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে আর কাজ করবেন না তিনি।
তবে সাকিব–তামিমদের সঙ্গে কাজ না করলেও বাংলাদেশের ডেভেলপমেন্ট পর্যায় তথা ‘এ’ দল এবং টাইগার্স টিমের হয়ে কাজ করবেন একসময়ের এই হেড কোচ। বিষয়টি নিজের ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন খোদ সিডন্সই।
সিডন্স লিখেছেন, ‘সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন আর আমি জাতীয় দলের সঙ্গে কাজ করবো না। কারণ, আমার মনে হয় বিসিবিকে সেরাটা দিতে পারবো পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করে, যেন জাতীয় দলের পাশাপাশি থাকা ক্রিকেটারদের দেখভাল ভালোভাবে করা এবং দেশের জন্য পরবর্তী সুযোগটা কাজে লাগানোর জন্য তাদের প্রতিটা দিন উন্নতি করতে ভূমিকা রাখা যায়। তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করাতে আমি ভালোবাসি এবং বিসিবিও এটা চায়, সেজন্যই এটা সম্ভব করতে পেরেছি।’
জেমি সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। সর্বশেষ দ্বিতীয় দফায় গেল বছর ঢাকায় আসেন জেমি সিডন্স।
আল/দীপ্ত সংবাদ