বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের স্মরণসভায় ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলাকে ‘নৃশংস’ আখ্যা দিয়ে তারা বলেছে, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কখনোই এ দেশে বিরোধী মত সহ্য করতে পারেনি৷
আবরার হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে স্মরণসভার আয়োজন করে ছাত্র অধিকার পরিষদ। সেখানে ছাত্রলীগ হামলা করে। হামলার পর ধাওয়া দিয়ে তাঁদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। হামলায় পরিষদের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে গিয়েও তাঁদের পেটায় ছাত্রলীগ।
ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে আজ রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ বলেন, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগ কখনোই এ দেশে বিরোধী মত সহ্য করতে পারেনি৷ সন্ত্রাস-রাহাজানি ও অস্ত্রবাজির রাজত্ব কায়েম করে তারা শিক্ষাঙ্গনগুলোতে একচেটিয়া দখলদারত্ব কায়েম রাখতে চায়। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। আমরা সব সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানাই।