বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ২০২৩ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের ফেরা ও চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত হয়েছে। আজ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি পেয়েছে গোপীবাগের দলটি। লিগের শেষ ম্যাচে ব্রাদার্স ৩–০ গোলে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি পায়।
২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলে এক নম্বর দল হয়ে দুই বছর পর ফের প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে গোপীবাগের দলটি। রানার্স আপ হয়েছে বাফুফে এলিট একাডেমি। তাদের পয়েন্ট ৪৬। বাইলজে উল্লেখ রয়েছে, এই দলটি শুধু এই স্তরে খেলবে তাই রানার্স আপ হয়েও প্রিমিয়ার খেলবে না এলিট একাডেমি। এই লিগের ফেয়ার প্লে ট্রফি দেয়া হয়েছে এলিট একাডেমিকে।
একসময় প্রিমিয়ার লিগে আবাহনী–মোহামেডানের পর ব্রাদার্স ইউনিয়নের নাম উচ্চারিত হতো। সময়ের পরিক্রমায় গোপিবাগের ঐতিহ্যবাহী দলটির করুণ অবস্থা। দুই মৌসুম আগে অবনমিত হয়েছিল। তবে এবার আবারও চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে কমলা জার্সিধারীরা।
আল/দীপ্ত সংবাদ