পানি সরবরাহ নিশ্চিতকরণ, রাস্তা, ড্রেন সংস্কার ও নতুন সড়ক নির্মাণের দাবিতে যশোর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করেছে ৭ নম্বর ওয়ার্ডবাসী। বুধবার (৩ মে) দুপুর ১টায় সচেতন এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকালে ক্ষুব্ধ এলাকাবাসী জানান, পৌরসভা বিল নিলেও নিয়মিত পানি সরবরাহ করছে না। গত মার্চ ২৩ থেকে ৭ নম্বর ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি চোপদারপাড়া সড়ক, জমাদারপাড়া সড়ক, কবরখানা সড়ক, শহীদ মাহফুজ সড়কসহ সকল বাইলেনসমূহ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এছাড়া ড্রেনেজ সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গত ২১ মার্চ সমস্যা সমাধানে স্মারকলিপি দেয়া হলেও পৌর কর্তৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি। যে কারণে আজ তারা পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ করছে।
দাবি আদায় না হলে পৌরকরসহ সকল ধরণের সার্ভিস বিল বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় বিক্ষোভ কর্মসূচি থেকে।
এমি/দীপ্ত সংবাদ