নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকায়, চাঙা হচ্ছে দেশের পর্যটন খাত। গত বছরের নভেম্বর–ডিসেম্বরের ক্ষতি দ্রুত পুষিয়ে নেওয়ার আশা সংশ্লিষ্টদের।
দেশে পর্যটনের ভরা মৌসুম নভেম্বর–ডিসেম্বর। বছরের এই সময়ে দেশি–বিদেশি পর্যটকে মুখরিত থাকে পর্যটন কেন্দ্রগুলো। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে হরতাল–অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় গত নভেম্বর–ডিসেম্বরে পর্যটনকেন্দ্রগুলো ছিল অনেকটাই শূন্য। তবে গত বছর প্রথম ১০ মাসে দেশে ৫ লাখ বিদেশি এবং প্রায় দেড় কোটি দেশি পর্যটক ভ্রমণ করেছে।
গত ৭ জানুয়ারি নির্বাচনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল। ফলে নির্বাচনের পর আবারও দেশি–বিদেশী পর্যটকের উপস্থিতি বেড়েছে।
পর্যটন করপোরেশন বলছে, নির্বাচনের পর দেশি–বিদেশি পর্যটকের সংখ্যা বেড়েছে ৩৫ শতাংশ। পর্যটন খাত চাঙা করতে অনুকূল রাজনৈতিক পরিবেশকে কাজে লাগাতে চায় তারা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন জানিয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পর্যটন খাতে প্রায় ৪০ লাখ মানুষ জড়িত।
আরও পড়ুন: রাঙামাটির পর্যটন খাতের উন্নয়ন হয়নি, আগ্রহ হারাচ্ছে পর্যটকরা
এসএ/দীপ্ত নিউজ