চাঁদপুরের বিষ্ণুপুরে বজ্রপাতে ছয় গবাদিপশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মালিক আলী হোসেনসহ আহত হয়েছে আরও দুই বাছুর।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে চাঁদপুর সদর উপজেলা ১ নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মধ্যমছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ও ইউপি চেয়ারম্যান নাছিরউদ্দীন খান শামীম বলেন, আলী হোসেন তার গবাদিপশুগুলো গোয়াল ঘরে দেখাশুনা করছিলেন। সে সময় গোয়াল ঘরে বজ্রপাত হলে তার চারটি গরু ও দুইটি ছাগল মারা যায় এবং দুইটি বাছুর আহত হয়। এ সময় আলী হোসেনের শরীরের কিছু অংশও ঝলসে যায়।
স্থানীয় বাবুল মল্লিক বলেন, আলী হোসেনকে উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। পশুর মৃত্যুতে তার আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন খান শামীম বলেন, বজ্রপাতে আলী হোসেনের চারটি গরু, দুইটি ছাগল মারা যায় ও দুইটি বাছুর আহত হয়। এ ছাড়া তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে আলী হোসেনকে। এছাড়াও আমার ইউনিয়নের বিত্তবান সকলের কাছে আহ্বান করছি আলী হোসেনের পাশে দাঁড়াবেন।
আল / দীপ্ত সংবাদ