চট্টগ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ আইপি টিভি ও অনলাইন চ্যানেল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৫ জুন) দুপুরে নগরীর ওয়াসা মোড়ে চট্টগ্রামের ভাষার চ্যানেল হিসেবে পরিচিত সি প্লাস টিভির অফিস থেকে এই অভিযান শুরু করা হয়। এরপর সি ভিশনসহ আরো কয়েকটি চ্যানেলের অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
অভিযানের নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিষ্ট্রেট এহসান মুরাদ জানান, এসব অনলাইন চ্যানেলগুলো দির্ঘদিন ধরে অবৈধভাবে আইন কানুনের তোয়াক্কা না করে সংবাদ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছিলো।
তথ্যমন্ত্রনালয় থেকে একাধিকবার প্রজ্ঞাপন জারী করে তাদের অবৈধ কার্যক্রম বন্ধের আহবান জানালেও তারা এসব নির্দেশনা মানেনি। ফলে আজ চুড়ান্তভাবে অভিযান চালিয়ে যন্ত্রাংশ জব্দ করার পাশাপাশি অফিস সিলগালা করাসহ অবৈধ এসব চ্যানেলগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে ।
রুনা আনসারী / আল /দীপ্ত সংবাদ