নকআউট পর্ব নিশ্চিতের লক্ষ্যে আজ মাঠে নামছে সি ও ডি গ্রুপের দলগুলো। সি-গ্রুপের দুটি ম্যাচ হবে রাত ১টায়। আর ডি-গ্রুপের ম্যাচগুলো হবে রাত ৯টায়। তবে দর্শকদের দৃষ্টি থাকবে আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচের দিকে।
সি গ্রুপের পয়েন্ট টেবিলে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। আর ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। সৌদি আরবের পয়েন্ট ৩, মেক্সিকোর ১। শেষ ম্যাচে জিতলে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে পা রাখবে আর্জেন্টিনা। ড্র হলেও সুযোগ থাকবে। তবে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের দিকে।
সৌদি আরবকে হারানোয়, পোল্যান্ড কিছুটা এগিয়ে। হার এড়াতে পারলেই পরের রাউন্ড নিশ্চিত হবে তাদের। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকা দু’দল সৌদি আরব আর মেক্সিকোকে জিততেই হবে নিজেদের ম্যাচে। বিশেষ করে, মেক্সিকোর চাই চার বা তার বেশি গোলের ব্যবধানে জয়।
ডি গ্রুপে সবচেয়ে নির্ভার দল বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। টানা দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্বে নাম লিখিয়েছে তারা। অস্ট্রেলিয়া আর ডেনমার্কের মধ্যে বিজয়ী দল হতে পারে তাদের সঙ্গী। তিউনিসিয়াকে হারানো অস্ট্রেলিয়া ড্র করলেই চলবে। তবে নকআউটে যেতে ডেনমার্কের জয়ের বিকল্প নেই। আর ফরাসীদের বড় ব্যবধানে হারানোর মত কাগজে-কলমের কিছু হিসেবের ওপর টিকে আছে তিউনিসিয়ার সম্ভাবনা।